বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে হত্যামামলায় চারজনের যাবজ্জীবন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে হত্যামামলায় চারজনের যাবজ্জীবন 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি হত্যামামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড ও পেনাল কোডে আরো ১ মাসের বিনাশ্রম করাদণ্ড দেন আদালত। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. রবিউল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মর্দনা তেঁতুলিয়া গ্রামের ইসমাইল (৪০), মর্দনা চকপাড়ার মো. শহিদ (৩৭), মো. তসিকুল ইসলাম (৩৩) ও মর্দনা ঘুনপাড়ার মো. মুকুল (৩৮)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌশুলি রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট মর্দনা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মর্দনা চকপাড়ার নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনার পরের দিন ১৬ আগস্ট রবিউলের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার তৎকালীন উপ পরিদর্শক মাসুদ রানা ২০১৬ সালের ৩১ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘশুনানী ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

টিএইচ